সরস্বতী পূজা উপলক্ষে ধর্মকথা আলোচনা সভা
চিরিরবন্দর উপজেলার ২নং সাতনালা ইউনিয়নের জোত সাতনালা নাপিত পাড়ায় তিন দিনব্যাপী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন জোত সাতনালা নাপিত পাড়া সেবা সংঘ কমিটি। কমিটির সভাপতি শ্রী মিন্টু চন্দ্র শর্মা এবং সেক্রেটারি উত্তর চন্দ্র শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন জয়দেব কুমার, পঙ্কজ, বিদ্যুৎ প্রসেনজিৎ কুমার, কৃষ্ণ, শ্যামল, তিতাস, দীপক, কনক উজ্জ্বলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আজ সকাল ৮টায় পূজা সম্পন্ন হয়। আগামীকাল এবং পরশু দিন (৪-০২-২০২৫ থেকে ৫-০২-২০২৫) পূজার কার্যক্রম চলবে। ৬-০২-২০২৫, বৃহস্পতিবার প্রতিমা বিসর্জন করা হবে।
জোত সাতনালা নাপিত পাড়া সেবা সংঘ কমিটি সরস্বতী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। এই আয়োজনে বিশেষ ভূমিকা রেখেছেন হিটিম হাঁটাম ক্লাব চিরিরবন্দরের সভাপতি শ্রী জয় চন্দ্র শর্মা।
সরস্বতী পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দিনাজপুর জেলা সনাতনী সংঘ কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার পলাশবাড়ী হাই স্কুলের সহকারী শিক্ষক প্রমথ দাস এবং নারায়ণ চন্দ্র দাস, চিরিরবন্দর সনাতনী সংঘ কমিটির সদস্য। উক্ত অনুষ্ঠানে আরও অনেক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।