শ্রীনগরে ছাত্রদলের কলম বিতরণ কর্মসূচি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীনগর সরকারি কলেজের টেস্ট পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ করেছে।
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, দুপুরে শ্রীনগর সরকারি কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতারা পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পলাশ আহমেদ, সহ-সভাপতি নাঈম আহমেদ মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত দোলন, এম শিহাব আলী, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমেদ, আটপাড়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ আশিক, কলেজ ছাত্রনেতা নিলয় মৃধা, মিরাজুল ইসলাম, রায়হান মাহমুদ, রেদোয়ান মুক্তাদির, ওমর হোসেনসহ ছাত্রদল ও কলেজের শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, “শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও আদর্শের পথে এগিয়ে নিতে ছাত্রদল সবসময় পাশে থাকবে।” তারা শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইনশৃঙ্খলা, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি জমি ভরাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবিব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শংকর পাল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাকিল আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, পল্লীবিদ্যুৎ ডিজিএম মদন গোলাপসহ বিভিন্ন ইউনিয়নের সচিব ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় ইউএনও মহিন উদ্দিন বলেন, “শ্রীনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সবসময় তৎপর রয়েছে। তবে মাদক ও বাল্যবিবাহ রোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও এগিয়ে আসতে হবে।”
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ‘তারুণ্যের উৎসব উদযাপন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল প্রমুখ।
কর্মশালায় বক্তারা তরুণদের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন, “বর্তমান সময়ের তরুণদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তরুণদের উচিত এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নে আত্মনিয়োগ করা।”
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা কর্মশালার আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মশালার আয়োজন আরও বাড়ানো হবে, যাতে তরুণদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা যায়।