ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক নেতা জানে আলম গ্রেপ্তার

মিজানুর রহমান মুন্না,চট্টগ্রাম::

শ্রমিক নেতা জানে আলম

 চট্টগ্রামের অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা জানে আলমকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে সাধারণ শ্রমিকরা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন।

সাধারণ শ্রমিকদের অভিযোগ, জানে আলম দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকায় সাধারণ শ্রমিকদের ওপর প্রভাব খাটিয়ে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিলেন। এ নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জানে আলমের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা, নারী নির্যাতন, চাঁদাবাজি এবং পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী শ্রমিকদের ভাষ্যমতে, জানে আলম আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত। সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তাকে নিয়ে শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

প্রসঙ্গত, জানে আলমের পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজি এবং বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের অভিযোগে আগে বেশ কয়েকবার গ্রেপ্তার হন। মঙ্গলবার সাধারণ শ্রমিকদের হাতে আটকের পর তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৫৬৭ বার পড়া হয়েছে

শ্রমিক নেতা জানে আলম গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
 চট্টগ্রামের অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা জানে আলমকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে সাধারণ শ্রমিকরা পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন।

সাধারণ শ্রমিকদের অভিযোগ, জানে আলম দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকায় সাধারণ শ্রমিকদের ওপর প্রভাব খাটিয়ে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছিলেন। এ নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জানে আলমের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা, নারী নির্যাতন, চাঁদাবাজি এবং পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী শ্রমিকদের ভাষ্যমতে, জানে আলম আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত। সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তাকে নিয়ে শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল।

প্রসঙ্গত, জানে আলমের পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজি এবং বিভিন্ন অন্যায় কর্মকাণ্ডের অভিযোগে আগে বেশ কয়েকবার গ্রেপ্তার হন। মঙ্গলবার সাধারণ শ্রমিকদের হাতে আটকের পর তাকে আইনের হাতে সোপর্দ করা হয়েছে।