শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামীম বহিষ্কার
খুলনা সদর থানার ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহাবুব উল্লাহ শামীমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাকে ওয়ার্ড বিএনপি সভাপতি পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে গতকাল (২৪ জানুয়ারি) সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবীর এবং সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কারের কারণে মাহাবুব উল্লাহ শামীমের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যোগাযোগ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের এ সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কারের বিষয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শামীমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ট্যাগস :