ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা সফরে আর যেতে পারলো না শিক্ষার্থী রাশেদুল

জাকিরুল ইসলাম,জামালপুর::

ছবি: রাশেদুল

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরের সময় এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর সাফারি পার্কে যাওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস রওনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি ছাতারিয়া মোড় এলাকায় পৌঁছালে রাশেদুল বাসের জানালা দিয়ে মাথা বের করে। এ সময় রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, “প্রতিষ্ঠান থেকে ১৩০ জন শিক্ষক-শিক্ষার্থী মিলে দুটি বাসে রওনা দিয়েছিলাম। প্রায় ৩ কিলোমিটার যাওয়ার পরেই এক শিক্ষার্থী চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয় এবং গাছের ডালের আঘাতে মারা যায়। আমরা শোকাহত।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা সফরের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫২২ বার পড়া হয়েছে

শিক্ষা সফরে আর যেতে পারলো না শিক্ষার্থী রাশেদুল

আপডেট সময় ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরের সময় এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গাজীপুর সাফারি পার্কে যাওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস রওনা হয়। সকাল সাড়ে ৮টার দিকে বাসটি ছাতারিয়া মোড় এলাকায় পৌঁছালে রাশেদুল বাসের জানালা দিয়ে মাথা বের করে। এ সময় রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে তার মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, “প্রতিষ্ঠান থেকে ১৩০ জন শিক্ষক-শিক্ষার্থী মিলে দুটি বাসে রওনা দিয়েছিলাম। প্রায় ৩ কিলোমিটার যাওয়ার পরেই এক শিক্ষার্থী চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয় এবং গাছের ডালের আঘাতে মারা যায়। আমরা শোকাহত।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা সফরের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।