ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বি.এল কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা

মোঃ রবিউল হোসেন খান ; খুলনা::

ছবি: বি.এল কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে সরকারি বি.এল কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি, বিকাল ৩টায় সরকারি বি.এল কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ুন কবীর, এবং সঞ্চালনা করেন বিএল কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। তিনি বলেন, সরকারি বি.এল কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং বিসিএস শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধানের ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষার উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষকদের ধৈর্য ধারণ করতে বলেন। তিনি আরও বলেন, শিক্ষকরা অত্যন্ত সহানুভূতিশীল এবং তাদের দাবির প্রতি ধৈর্য রাখতে হবে।

সভায় শিক্ষকদের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তৃতীয় শ্রেণী কর্মচারীদের উন্নতি, কলেজের বিজ্ঞান ভবনটি জরাজীর্ণ হওয়ায় আধুনিক বিজ্ঞান ভবন নির্মাণ, ছাত্রদের হলের সংকট, এবং কলেজের বেদখল হওয়া নিজস্ব সম্পত্তি উদ্ধারের দাবি। এছাড়া, কলেজটি শহরের এক প্রান্তে অবস্থিত হওয়ায় পরিবহনের সমস্যাও তুলে ধরা হয়।

প্রধান অতিথি প্রফেসর এম আমিনুল ইসলাম শিক্ষকদের দাবিগুলো ধৈর্য সহকারে শোনেন এবং সময়মতো তাদের দাবির সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। তিনি শিক্ষার্থীদের ইংরেজি এবং কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ইউনিট সম্পাদক মোঃ মইনুল ইসলাম, এবং কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রফেসর আহমাদ আলী মোল্লা, প্রফেসর এস এম শাহীন, প্রফেসর মোঃ হাফিজুর রহমান, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর আদাফুদৌলা প্রমুখ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে বি.এল কলেজ শিক্ষকদের মতবিনিময় সভা

আপডেট সময় ১২:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর সাথে সরকারি বি.এল কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি, বিকাল ৩টায় সরকারি বি.এল কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ হুমায়ুন কবীর, এবং সঞ্চালনা করেন বিএল কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ রেজাউল করিম খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদ মর্যাদা) প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। তিনি বলেন, সরকারি বি.এল কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং বিসিএস শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধানের ব্যবস্থা করা হবে।

এ সময় তিনি শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষার উন্নয়নে আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষকদের ধৈর্য ধারণ করতে বলেন। তিনি আরও বলেন, শিক্ষকরা অত্যন্ত সহানুভূতিশীল এবং তাদের দাবির প্রতি ধৈর্য রাখতে হবে।

সভায় শিক্ষকদের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তৃতীয় শ্রেণী কর্মচারীদের উন্নতি, কলেজের বিজ্ঞান ভবনটি জরাজীর্ণ হওয়ায় আধুনিক বিজ্ঞান ভবন নির্মাণ, ছাত্রদের হলের সংকট, এবং কলেজের বেদখল হওয়া নিজস্ব সম্পত্তি উদ্ধারের দাবি। এছাড়া, কলেজটি শহরের এক প্রান্তে অবস্থিত হওয়ায় পরিবহনের সমস্যাও তুলে ধরা হয়।

প্রধান অতিথি প্রফেসর এম আমিনুল ইসলাম শিক্ষকদের দাবিগুলো ধৈর্য সহকারে শোনেন এবং সময়মতো তাদের দাবির সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। তিনি শিক্ষার্থীদের ইংরেজি এবং কম্পিউটার শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন, যাতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ আনিস আর রেজা, উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ইউনিট সম্পাদক মোঃ মইনুল ইসলাম, এবং কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রফেসর আহমাদ আলী মোল্লা, প্রফেসর এস এম শাহীন, প্রফেসর মোঃ হাফিজুর রহমান, প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর আদাফুদৌলা প্রমুখ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464