শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ । আটক দুই
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় প্রসাধনী ও চকলেট সামগ্রীসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন এসআই তমল সরকারের নেতৃত্বে থানার একদল পুলিশ।
এ সময় ঢাকাগামী এস এ পরিবহনের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-১০০২) সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালালে কিটক্যাট, স্নিকার্স, প্যাট্রন, স্কিনশাইনসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভারতীয় প্রসাধনী ও চকলেট পাওয়া যায়। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হচ্ছিল বলে পুলিশ জানায়।
পরবর্তীতে কাভার্ড ভ্যানসহ পণ্যগুলো থানায় নিয়ে আসে পুলিশ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা।
আটককৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আব্দুর রহিম (৪০) ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কদমআলী গ্রামের আয়ুব আলীর ছেলে মোঃ সৌরভ আলী (১৯)।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, বরং জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে অবৈধ পণ্য প্রবাহ রোধেও নিয়মিত কাজ করছে। শায়েস্তাগঞ্জের এই অভিযান সেই দায়িত্ববোধেরই প্রমাণ।
তিনি আরও বলেন, পাচারচক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং হাইওয়ে থানার নজরদারি আরও জোরদার করা হবে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত দুইজন, কাভার্ড ভ্যান ও জব্দকৃত পণ্য সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান চললে মহাসড়কে অবৈধ পণ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে।
 
																			 
										 
								                                        













