শায়েস্তাগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা
রেলের টিকিট কালোবাজারি রোধে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অবৈধভাবে টিকিট কেনার অভিযোগে চার যাত্রীকে জরিমানা করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে একটি চক্র রেল টিকিট কালোবাজারে বিক্রি করে আসছিল। তারা বিভিন্ন উপায়ে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করত। এতে প্রকৃত যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়েন।
শনিবার বিকেলে র্যাব সিপিসি–৩ এর কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে চারজন যাত্রী—রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া ও সেন্টু মিয়া—অবৈধভাবে টিকিট ক্রয়ের অভিযোগে আটক হন।
পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার যাত্রীকে ১ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারির অভিযোগ বাড়ায় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। র্যাবের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় যাত্রীরা।
 
																			 
										 
								                                        













