ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার::

ছবি: সালমান তালুকদার জুনায়েদ। ফেসবুক থেকে নেয়া

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে নূরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান তালুকদার জুনায়েদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( জানুয়ারি) দুপুরে উপজেলার ওলিপুর শিল্পাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালমান ওই উপজেলার পুরাসুন্ধা গ্রামের টেনু মিয়ার ছেলে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সালমান ওলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে টাকা পরিশোধ করতেন না। তার এমন আচরণের কারণে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গত ২৭ ডিসেম্বর রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশ সে সময় ধারালো অস্ত্র দুটি মোটরসাইকেলসহ তিন ডাকাতকে আটক করে। ঘটনায় সালমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার দেউন্দি এলাকায় ঢাকাসিলেট মহাসড়কের পাশে অভিযান চালানোর সময় সালমান পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে একটি ছুরিসহ আটক করে।

গ্রেপ্তারের পর সালমানকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি দিলীপ কান্ত নাথ। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
৫৮২ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে নূরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সালমান তালুকদার জুনায়েদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( জানুয়ারি) দুপুরে উপজেলার ওলিপুর শিল্পাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালমান ওই উপজেলার পুরাসুন্ধা গ্রামের টেনু মিয়ার ছেলে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সালমান ওলিপুর শিল্পাঞ্চলের বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে টাকা পরিশোধ করতেন না। তার এমন আচরণের কারণে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গত ২৭ ডিসেম্বর রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। পুলিশ সে সময় ধারালো অস্ত্র দুটি মোটরসাইকেলসহ তিন ডাকাতকে আটক করে। ঘটনায় সালমানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার দেউন্দি এলাকায় ঢাকাসিলেট মহাসড়কের পাশে অভিযান চালানোর সময় সালমান পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে একটি ছুরিসহ আটক করে।

গ্রেপ্তারের পর সালমানকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি দিলীপ কান্ত নাথ। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে।