চট্টগ্রামে সিএমপি’র মতবিনিময় সভা
শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দঃ) উদযাপনের প্রস্তুতি
চট্টগ্রাম: আসন্ন পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দঃ) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির।
সভায় তিনি বলেন, “পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দঃ) শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সিএমপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতা প্রয়োজন।”
সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া সভায় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পবিত্র ঈদে-মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।