লাখাই থানার পৃথক অভিযানে পলাতকসহ তিন আসামি গ্রেপ্তার
এম এ ওয়াহেদ, লাখাই::
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন ভাদিকারা গ্রামের জীবন মিয়া (২৫), মোড়াকরি গ্রামের মুছা মিয়া (২২) ও আবু কালাম (৩৫)।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রনায় কুমার সরকার ও এএসআই আবেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পলাতক আসামি জীবন মিয়াকে ভাদিকারা গ্রাম থেকে এবং নিয়মিত মামলার আসামি মুছা মিয়া ও আবু কালামকে মোড়াকরি গ্রাম থেকে আটক করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, গ্রেপ্তারকৃতদের রবিবার (২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।