লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মসজিদে জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ওসি বন্দে আলী
লাখাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং মদ, গাঁজা, ইয়াবা, জুয়া ও দাঙ্গা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী।
ওসি বন্দে আলী গতকাল শুক্রবার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বায়তুর মামুর জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, “সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হলে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য জনগণের সহযোগিতা অপরিহার্য।” তিনি আরও উল্লেখ করেন, লাখাই উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে এই সচেতনতা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
তিনি জানান, প্রতিটি মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান করা হবে, যাতে করে সমাজের প্রতিটি স্তরের মানুষ মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে।
এ বিষয়ে ওসি মোঃ বন্দে আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “লাখাই উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের সকল শ্রেণির মানুষকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে।” তিনি জনগণকে আহ্বান জানান, যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকে, তাহলে তা দ্রুত পুলিশকে জানাতে।