লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
এম এ ওয়াহেদ,লাখাই থেকেঃ লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। শুরুতে
জাতীয় সংগীত পরিবেশনে মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা ও সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল।
” সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল এর সভাপতিত্বে ও পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, কো-অপারেটিব কেন্দ্রীয় ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার সভাপতি শেখ ফরিদ মিয়া, সাকাতি সমবায় সমিতির সভাপতি বিল্লাল আহমেদ, করাব মহিলা সমবায় সমিতির সভাপতি রাশিদা সুলতানা প্রমূখ। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রদ্যোত জ্যোতি দাস।
সভায় প্রধান অতিথি নাহিদা সুলতানা বলেন বাংলাদেশে সমবায়ীদের মাধ্যমে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হার বৃদ্ধি করা সম্ভব। এতে করে দেশের সকল স্তরে স্বাবলম্বী হওয়ার বড় ধরনের ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী। এবং সমবায় বিভাগ থেকে বৈষম্য দূর করতে হবে, তবেই তৃনমুল পর্যায়ের সমবায়ীগন স্বাবলম্বী হতে আর কোন বাধার সম্মুখীন হতে হবে না।