ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লাখাইয়ে ভাদিকারার পূর্ব রাস্তায় ৫৩ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই

এম এ ওয়াহেদ, লাখাই::

লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে সাউবাড়ি পর্যন্ত রাস্তাটি স্বাধীনতার ৫৩ বছর পরও কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া পায়নি। এ রাস্তার করুণ অবস্থা এখন স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষত বর্ষার মৌসুমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়।

ভাদিকারা গ্রামের মুরব্বি তাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক চেয়ারম্যান ও জনপ্রতিনিধি এলেও কেউ এই রাস্তাটির দিকে নজর দেয়নি।

৮ নং ওয়ার্ডের মেম্বার ইসলাম উদ্দীন জানান, সাবেক এমপি আবু জাহির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ রাস্তাটির জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশের পটপরিবর্তনের কারণে সেই উদ্যোগ থমকে গেছে।

৯ নং ওয়ার্ডের মেম্বার কেএম জিয়া বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্যোগ নিলে রাস্তাটি উন্নয়ন করা সম্ভব।

লাখাই উপজেলার প্রকৌশলী এহতেশামুল হক বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার থেকে বরাদ্দ এলে আমি রাস্তাটি সংস্কারের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করব।

দুই ওয়ার্ডের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া এই এলাকার জীবনমান উন্নয়ন সম্ভব নয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

লাখাইয়ে ভাদিকারার পূর্ব রাস্তায় ৫৩ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই

আপডেট সময় ১২:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের বাবুল মিয়ার বাড়ি থেকে সাউবাড়ি পর্যন্ত রাস্তাটি স্বাধীনতার ৫৩ বছর পরও কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া পায়নি। এ রাস্তার করুণ অবস্থা এখন স্থানীয়দের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারণে যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল করাও কষ্টকর হয়ে পড়েছে। বিশেষত বর্ষার মৌসুমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে যায়।

ভাদিকারা গ্রামের মুরব্বি তাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক চেয়ারম্যান ও জনপ্রতিনিধি এলেও কেউ এই রাস্তাটির দিকে নজর দেয়নি।

৮ নং ওয়ার্ডের মেম্বার ইসলাম উদ্দীন জানান, সাবেক এমপি আবু জাহির এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ রাস্তাটির জন্য বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেশের পটপরিবর্তনের কারণে সেই উদ্যোগ থমকে গেছে।

৯ নং ওয়ার্ডের মেম্বার কেএম জিয়া বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্যোগ নিলে রাস্তাটি উন্নয়ন করা সম্ভব।

লাখাই উপজেলার প্রকৌশলী এহতেশামুল হক বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার থেকে বরাদ্দ এলে আমি রাস্তাটি সংস্কারের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করব।

দুই ওয়ার্ডের বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া এই এলাকার জীবনমান উন্নয়ন সম্ভব নয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464