ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে ফুলবাড়িয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ আটক ১১ জন।

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের ১১ জনকে আটক করে। আটককৃতদের শনিবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ফুলবাড়িয়া গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, জমি নিয়ে পূর্ব থেকেই ফুলবাড়িয়া গ্রামের মো. রেজু মিয়া, শহীদ মিয়া, জালাল মিয়া গং এবং একই গ্রামের সাবেক মেম্বার করছু মিয়া গংদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
৫৬০ বার পড়া হয়েছে

লাখাইয়ে ফুলবাড়িয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ আটক ১১ জন।

আপডেট সময় ০৩:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষের ১১ জনকে আটক করে। আটককৃতদের শনিবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ফুলবাড়িয়া গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, জমি নিয়ে পূর্ব থেকেই ফুলবাড়িয়া গ্রামের মো. রেজু মিয়া, শহীদ মিয়া, জালাল মিয়া গং এবং একই গ্রামের সাবেক মেম্বার করছু মিয়া গংদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।