লাখাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
হবিগঞ্জের লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সরকার এবং এসআই আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ মোড়াকরি গ্রামে অভিযান চালান। অভিযানে ছায়েদ মিয়ার ছেলে শরীফ আহমেদ (৩৮) এবং মৃত মনা মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২০) এর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই রাতে পুলিশের আরেকটি অভিযানে এসআই নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মৃত খেলু মিয়ার ছেলে আবু কালাম ওরফে আবুল কালাম (৪৮) কে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তিন আসামিকেই সোমবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।