লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার সহ কারবারি গ্রেপ্তার
এম এ ওয়াহেদ, লাখাই::
ছবি: মাদক কারবারি
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোঃ স্বপন মিয়া (৩৭), তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মতি মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, রোববার রাতে পুলিশের উপ-পরিদর্শক মানিক সাহা এবং প্রনয় কুমার সরকারের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ তারা লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর নির্দেশনায় করাব ইউনিয়নের রাড়িশাল উচ্চ বিদ্যালয়ের প্রবেশদ্বার রাস্তায় আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়।
এ সময় পুলিশ ২৮০ পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক কারবারী মোঃ স্বপন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, গ্রেপ্তারের পর মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।