লাখাইয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ৮ বছর পলাতক আসামি গ্রেপ্তার
এম এ ওয়াহেদ, লাখাই::
হবিগঞ্জের লাখাই থানার পুলিশ দীর্ঘ ৮ বছর ধরে পলাতক থাকা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রঙ্গু মিয়াকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে লাখাই থানার এএসআই আনোয়ারুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বামৈ ইউনিয়নের কাঠিহারা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় ৮ বছর ধরে পলাতক থাকা আসামি মো. রঙ্গু মিয়া (৫৫), পিতা মৃত করিম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রঙ্গু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন পলাতক থাকা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।