ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নানা আয়োজন

এম এ ওয়াহেদ, লাখাই::

লাখাইয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা এবং পরিচ্ছন্নতা অভিযান।

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। এতে এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালাউক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

অন্যদিকে, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল “ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ”। এ প্রতিযোগিতায় লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন এবং জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা রানার্সআপ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, প্রাণিসম্পদ কর্মকর্তা একে এম শাহেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।

কর্মশালা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুক্তিবোধের চর্চা উৎসাহিত করা হয়েছে বলে জানান আয়োজকরা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
৫৪৬ বার পড়া হয়েছে

লাখাইয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে নানা আয়োজন

আপডেট সময় ০৮:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

লাখাইয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ধারাবাহিক বিভিন্ন অনুষ্ঠানমালার অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা, “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা এবং পরিচ্ছন্নতা অভিযান।

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল “জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ”। এতে এসিআরসি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কালাউক উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।

অন্যদিকে, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল “ডেঙ্গু মোকাবিলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ”। এ প্রতিযোগিতায় লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন এবং জিরুন্ডা মানপুর তোফাইলিয়া সিনিয়র মাদ্রাসা রানার্সআপ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, প্রাণিসম্পদ কর্মকর্তা একে এম শাহেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম এ ওয়াহেদ প্রমুখ।

কর্মশালা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুক্তিবোধের চর্চা উৎসাহিত করা হয়েছে বলে জানান আয়োজকরা।