ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

লাখাইয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে প্রস্তুতি সভা

এম এ ওয়াহেদ, লাখাই::

লাখাইয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা।

উৎসব বাস্তবায়নে দুইটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানাকে আহ্বায়ক ও কেএম আব্দুস শাহেদকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। অন্যদিকে, স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী এহতেশামুল হককে সদস্য সচিব করে ২৭ সদস্যের আরও একটি কমিটি গঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৭ জানুয়ারি থেকে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বয়সের ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এতে ছয়টি দল অংশ নেবে এবং ১৮ জানুয়ারি চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ২৭ ও ২৮ জানুয়ারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২৯ জানুয়ারি একটি কর্মশালা আয়োজন করা হবে। তারুণ্যের উৎসব উপলক্ষে আরও বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের পরিকল্পনা গৃহীত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, পজিব কর্মকর্তা মো. আব্দুস শাহেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা তারুণ্যের উৎসব ২০২৫ সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, এই উৎসব তরুণ প্রজন্মের মননশীলতা এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
৫৫৬ বার পড়া হয়েছে

লাখাইয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে প্রস্তুতি সভা

আপডেট সময় ০৭:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

লাখাইয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা।

উৎসব বাস্তবায়নে দুইটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানাকে আহ্বায়ক ও কেএম আব্দুস শাহেদকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। অন্যদিকে, স্থানীয় সরকার উপজেলা প্রকৌশলী এহতেশামুল হককে সদস্য সচিব করে ২৭ সদস্যের আরও একটি কমিটি গঠিত হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৭ জানুয়ারি থেকে জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ বয়সের ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এতে ছয়টি দল অংশ নেবে এবং ১৮ জানুয়ারি চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ২৭ ও ২৮ জানুয়ারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ২৯ জানুয়ারি একটি কর্মশালা আয়োজন করা হবে। তারুণ্যের উৎসব উপলক্ষে আরও বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের পরিকল্পনা গৃহীত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দীন, পজিব কর্মকর্তা মো. আব্দুস শাহেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকসহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানা তারুণ্যের উৎসব ২০২৫ সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, এই উৎসব তরুণ প্রজন্মের মননশীলতা এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464