লাখাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজ ও বেহাল রাস্তা সংস্কারের দাবি
লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসা সংলগ্ন ঝুঁকিপূর্ণ ব্রিজ এবং মুড়িয়াউক রাস্তার বেহাল অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই ব্রিজটি বর্তমানে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, আর রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, সেখান দিয়ে চলাচল করা প্রতিদিনের যাত্রীদের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে পড়েছে, ফলে এটি যে কোন সময় দুর্ঘটনার কারণ হতে পারে। এছাড়া মুড়িয়াউক থেকে সাতাউক গ্রাম পর্যন্ত রাস্তায় অনেক স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। অনেক যাত্রী জানান, এই রাস্তা দিয়ে চলাচল করলে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ।
কয়েক বছর আগে এই রাস্তাটি মেরামত করা হলেও, নিম্নমানের কাজের কারণে তা টিকসই হয়নি এবং বর্তমানে পুরো রাস্তায় খানাখন্দে পরিণত হয়েছে। এ বিষয়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন, “এডিবির বরাদ্দ আসলে এই ব্রিজটি পুনঃনির্মাণ করা হবে।”
এ ব্যাপারে লাখাই উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক বলেন, “সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দ আসলে ব্রিজ ও রাস্তার মেরামত করা হবে। আমি আশাবাদী।”
স্থানীয়রা দাবি করছেন, ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসা থেকে মুড়িয়াউক পর্যন্ত রাস্তার পুনঃনির্মাণ এবং ব্রিজের সংস্কার অত্যন্ত জরুরি। তারা জানান, এই রাস্তা দিয়েই মুড়িয়াউক ইউনিয়নের পাঁচটি গ্রামের মানুষ উপজেলা পরিষদে যাতায়াত করেন। প্রতিদিন শতাধিক যানবাহন এই রাস্তাটি ব্যবহার করে, তাই দ্রুত সময়ের মধ্যে এর সংস্কার প্রয়োজন।