লাখাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
লাখাইয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১১টায় উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তারুণ্যের উৎসব-২০২৫ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাহিদা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মুড়িয়াউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন সভাটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, পজীব কর্মকর্তা কে এম আব্দুস শাহেদ, মোড়াকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস, এবং উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. কামরুল ইসলাম।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ১ নম্বর লাখাই ইউনিয়ন দল মুখোমুখি হয় ৫ নম্বর করাব ইউনিয়ন দলের, যেখানে লাখাই ইউনিয়ন দল জয়লাভ করে।
দ্বিতীয় খেলায় ৪ নম্বর বামৈ ইউনিয়ন দল ও মোড়াকরি ইউনিয়ন দল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বিজয়ী হয় মোড়াকরি ইউনিয়ন দল।
আগামীকাল বাকি দুটি দল নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় সেমিফাইনাল এবং বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতা লাখাইয়ের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।