লাখাইয়ে করাব মাদ্রাসার ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা, শিক্ষার্থীদের দুর্ভোগ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ কবে শেষ হবে, তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও এখনো অসম্পূর্ণ রয়ে গেছে এই ভবনটি।
খোঁজ নিয়ে জানা গেছে, করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৫০০-এর বেশি। বর্তমান পরিকাঠামোর অভাবে পাঠদানে নানা সমস্যা দেখা দিচ্ছে। মাদ্রাসার সুপার মুফতি রফিকুল ইসলাম জানান, ২০১৯ সালে একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হলেও দীর্ঘসূত্রতার কারণে তা এখনো সম্পন্ন হয়নি। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়াও, ১৯৬৩ সালে নির্মিত পুরাতন টিনশেড ঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং যেকোনো সময় ধসে দুর্ঘটনা ঘটতে পারে। মাদ্রাসার অভ্যন্তরের নামাজের স্থানের ফ্লোরের অবস্থাও অত্যন্ত খারাপ, যা জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী সজল মুন্সি জানান, ২০১৯ সালে ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে করাব রহমানিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় অনুযায়ী দেড় বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনাকালীন সময়ে বিলম্ব ঘটে। পরবর্তীতে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে দেরি করে, যার ফলে প্রকল্পটি এখনো অসম্পূর্ণ রয়ে গেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এডোনিস ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী পালাশ ও মঞ্জুরুল মুঠোফোনে জানান, করোনা পরিস্থিতি এবং নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে তারা যথাসময়ে কাজ শেষ করতে পারেননি। তবে আগামী তিন মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার আশ্বাস দেন তারা।
এদিকে, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও স্বাভাবিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হোক।