লাখাইয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাখাই থানা সূত্রে জানা গেছে, বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেলে বামৈ ইউনিয়নের ভাদিকারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানার মামলা নং ১৭(৯) ২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
এ অভিযানে অংশ নেন সদর মডেল থানার পুলিশের উপপরিদর্শক আওলাদ হোসেন, লাখাই থানার উপপরিদর্শক মানিক সাহা, প্রণয় কুমার সরকার ও এসআই আনোয়ারুল হক সহ পুলিশ ফোর্স।
মোজাহিদ মিয়া, যিনি মৃত খেলু মিয়ার ছেলে, তার বয়স ৪৮ বছর এবং তিনি মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।”