অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান চলমান
লাখাইয়ে অবৈধ মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

লাখাইয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের জিয়ার উদ্দীনের ছেলে অবৈধ মাটি ব্যবসায়ী হেলাল মিয়া (৪০)-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার এএসআই প্রদীপসহ পুলিশের একটি দল।
উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম থানার পুলিশ ফোর্সসহ মোড়াকরি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”






















