লাখাইয়ে অগ্নিদগ্ধ শিল্পী রানী ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন মৃত্যু
লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের শিল্পী রানী দাস নামে এক মহিলা ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি চেকপোস্ট কে বলেন গত ১লা নভেম্বর সন্তোষপুর গ্রামের জ্যোতিলাল দাসের স্ত্রী শিল্পী রানী দাস (২৮) গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে হঠাৎ ঔ মহিলার শাড়ীর কাপড়ে আগুন লেগে যায় এতে তার শরীরের বিভিন্ন অংশ আগুনে দগ্ধ অবস্থায় প্রথমে নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে সে মৃতু্যবরণ করে।
এ বিষয়ে ঢাকা শাহবাগ থানা থেকে আমাকে এ বিষয়ে অবগত করলে আমি আইনী সহায়তায় মৃত শিল্পী রানী দাসের অভিভাবকদের কাছ থেকে কাহারও বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নাই মর্মে এক অঙ্গিকার নামা রেখে মৃত শিল্পী রানীর লাশ তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
খোজ নিয়ে জানা যায, নিহত শিল্পী রানীর ৭ বছরের ছেলে জয় দাস ও ৩ বছরের সিজাত দাস নামে দুই সন্তান রেখে গেছেন। শিল্পী রানীর পিতার বাড়ী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাটেরা গ্রামে। একটি সুত্রে জানায় বৃহস্পতিবার মৃতের লাশ ঢাকা থেকে লাশ আসার পর সৎকার করার কথা রয়েছে।