দীর্ঘদিন জাতীয় দল থেকে বাইরে এবং রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারলেও সাকিব আল হাসান মাঠের বাইরে থেকেও খবরের শিরোনাম হচ্ছেন। বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে সময় কাটাচ্ছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তার হঠাৎ দেখা হয়েছে।
ছবিটি আহবাব আহমেদ সিকদার নামের একটি ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিংবদন্তিরা ধরা দেয়।’ পোস্টের আগে তিনি সাকিবের লন্ডনের একটি পাবলিক বাসে বসা ছবিও শেয়ার করেন।
এ থেকেই ধারণা মিলেছে, সাকিব বর্তমানে লন্ডনেই অবস্থান করছেন এবং সেখানেই রোহিতের সঙ্গে তার এই আকস্মিক সাক্ষাৎ হয়।
উল্লেখ্য, গত বছর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান ও ১৪৯ উইকেট নিয়েছেন। বোলিংয়ে তার সেরা ইনিংস ২০ রানে ৫ উইকেট।