রামপালে মৎস্যঘের বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪, থানায় মামলা
বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখল নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী শেখ আসাদুজ্জামান গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মামলাটি করেন। তবে মামলা করায় প্রতিপক্ষ মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিবনগর গ্রামের শেখ আসাদুজ্জামান পরিবার নিয়ে নিজস্ব জমিতে মৎস্যঘের পরিচালনা করে আসছিলেন। একই এলাকার প্রতিপক্ষ ঘের দখলের চেষ্টা করলে ভুক্তভোগীরা আদালতে জীবনের নিরাপত্তা চেয়ে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ আগস্ট দুপুরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন, মো. জাহিদ শেখ, আশ্বাব শেখ, অহিদ শেখ, শহিদ শেখ, জিহাদ শেখসহ ১৫ জন নামীয় ও অজ্ঞাত আরও কয়েকজন। তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে আহত হন শরিফুজ্জামান রুবেল (৩০), শাহা আলম (৩০), শাহিন শেখ (৫২) ও আব্দুল্লাহ শেখ (২৫)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রামপাল থানার ওসি আতিকুর রহমান বলেন, জমিজমা ও মৎস্যঘের নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। মামলা রেকর্ড হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।