ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

ছবি: লিফলেট বিতরণের

বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা সদর থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়।

লিফলেট বিতরণকালে আন্দোলনের নেতৃবৃন্দ স্থানীয় জনগণের কাছে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরেন এবং বলেন, এই বিপ্লবের পরবর্তী করণীয় বিষয়ে জনমত গঠন করা জরুরি। তারা বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জারির দাবিতে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তারা দাবি করেন, এই ঘোষণাপত্র হবে বর্তমান অন্তর্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগণের বিপুল সাড়া ও চাপের মুখে সরকারকে সম্মতি দিতে বাধ্য করা হবে, এবং তারা ঘোষণা করেন যে, ঘোষণাপত্র জারির জন্য দৃশ্যমান উদ্যোগের আশা করছেন।

বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে সকল মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও নিরপেক্ষ হবে। আন্দোলনকারীরা এই ঘোষণাপত্রে এক গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন, যা বাহাত্তর-পঁচাত্তরের একদলীয় শাসন এবং এক-এগারোর বিরাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন করবে।

এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাজিদুর রহমান জুয়েল, বাগেরহাট জেলা বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. সোলাইমান শেখ, ঢাকা মহানগর বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাত্তাইন নাইম, বাগেরহাট জেলা বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফকির তারেক, সংগঠক সাব্বির রহমান, শারমিন আক্তার শোভা, সহকারী মুখপাত্র তায়েব নূর, রামপাল উপজেলা শাখার মিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

আপডেট সময় ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বাগেরহাটের রামপালে বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা সদর থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়।

লিফলেট বিতরণকালে আন্দোলনের নেতৃবৃন্দ স্থানীয় জনগণের কাছে জুলাই বিপ্লবের রূপরেখা তুলে ধরেন এবং বলেন, এই বিপ্লবের পরবর্তী করণীয় বিষয়ে জনমত গঠন করা জরুরি। তারা বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জারির দাবিতে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। তারা দাবি করেন, এই ঘোষণাপত্র হবে বর্তমান অন্তর্বতী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগণের বিপুল সাড়া ও চাপের মুখে সরকারকে সম্মতি দিতে বাধ্য করা হবে, এবং তারা ঘোষণা করেন যে, ঘোষণাপত্র জারির জন্য দৃশ্যমান উদ্যোগের আশা করছেন।

বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন অধিকার, ইনসাফ ও মর্যাদাভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, যেখানে সকল মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন ও নিরপেক্ষ হবে। আন্দোলনকারীরা এই ঘোষণাপত্রে এক গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন, যা বাহাত্তর-পঁচাত্তরের একদলীয় শাসন এবং এক-এগারোর বিরাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন করবে।

এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাজিদুর রহমান জুয়েল, বাগেরহাট জেলা বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. সোলাইমান শেখ, ঢাকা মহানগর বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাত্তাইন নাইম, বাগেরহাট জেলা বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফকির তারেক, সংগঠক সাব্বির রহমান, শারমিন আক্তার শোভা, সহকারী মুখপাত্র তায়েব নূর, রামপাল উপজেলা শাখার মিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সবুজ, তালিম হাসান প্রমুখ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464