রামপালে পলিথিন প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ
বাগেরহাটের রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতলুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক দপ্তরের একাডেমিক সুপারভাইজার পুষ্পেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, রূপান্তর প্রতিনিধি মো. আতাবুর রহমান টিপু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মোতাহার মল্লিক, সহ-সভাপতি এ. এইচ. নান্টু ও সাধারণ সম্পাদক সুজন মজুমদার।
সমাবেশে বক্তারা সুন্দরবনকে রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে এবং সক্রিয়ভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।
অনুষ্ঠানে প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক নিয়ে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬ জনকে পুরস্কৃত করা হয়। আয়োজনে রামপাল ইয়ুথ গ্রুপের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।