রামপালের ১০ গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম ঘোষণা
বাগেরহাটের রামপালে ১০টি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এ ঘোষণা দেন।
ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এবং ওয়াস ইগনিশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাঁশতলী রাজনগর ও হুড়কা ইউনিয়নের কাকড়াবুনিয়া, শ্রীফলতলা, গজগজিয়া, মালিডাঙ্গা, গাজীখালী, ছোট নবাবপুর, পূর্ব গিলাতলা, তালবুনিয়া, কালিকাপ্রসাদ ও কালেখারবেড়, এই ১০টি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, হেলথ ও নিউট্রিশন স্পেশালিস্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিস্ট সৈয়দ ইস্তিয়াক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এসব গ্রাম এখন অন্যান্য গ্রামের জন্য উদাহরণ হয়ে থাকবে।










