ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া, রাজশাহী::

ছবি: চেকপোস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শিক্ষার্থীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো নোট করেন। তিনি জানান, মতবিনিময়ে উত্থাপিত সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়াধীন রয়েছে এবং সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

সভায় সংশ্লিষ্ট বিভাগের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধি ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে ৯ জানুয়ারি কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের সাথে এ ধরনের সভা আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি তাদের মতামত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৫৩৪ বার পড়া হয়েছে

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত বিভাগের শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব শিক্ষার্থীদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো নোট করেন। তিনি জানান, মতবিনিময়ে উত্থাপিত সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়াধীন রয়েছে এবং সেগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

সভায় সংশ্লিষ্ট বিভাগের পাঁচজন করে প্রায় ১৫০ জন শ্রেণি প্রতিনিধি ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে ৯ জানুয়ারি কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ১২ জানুয়ারি সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের সাথে এ ধরনের সভা আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ শিক্ষার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি তাদের মতামত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।