ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নিজস্ব সংবাদ :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়ার বাসিন্দা রাজেন ঘোষের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ক্যাম্পাসের একটি জুসের দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে আসেন রিমন। কাজ করার সময় একটি বৈদ্যুতিক পোলের ওপর উঠে সংযোগ দেওয়ার চেষ্টা করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সেখানেই ঝুলে থাকেন। পাশের ভবনের নিরাপত্তারক্ষী বিষয়টি দেখে দ্রুত মেইন সুইচ বন্ধ করলে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মমতাজ উদ্দিন কলা ভবনের নিরাপত্তারক্ষী বলেন, ‘আমি তাদের বলেছিলাম আজ শুক্রবার, অফিস বন্ধ। অন্যদিন সংযোগ নিতে। কিন্তু তারা কথা শোনেননি। কিছুক্ষণ পর দেখি, একজন তারের সঙ্গে ঝুলছে। দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে অবহিত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

রাবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপডেট সময় ০৩:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের সিপাইপাড়ার বাসিন্দা রাজেন ঘোষের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ক্যাম্পাসের একটি জুসের দোকানে বিদ্যুৎ সংযোগ দিতে আসেন রিমন। কাজ করার সময় একটি বৈদ্যুতিক পোলের ওপর উঠে সংযোগ দেওয়ার চেষ্টা করলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সেখানেই ঝুলে থাকেন। পাশের ভবনের নিরাপত্তারক্ষী বিষয়টি দেখে দ্রুত মেইন সুইচ বন্ধ করলে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মমতাজ উদ্দিন কলা ভবনের নিরাপত্তারক্ষী বলেন, ‘আমি তাদের বলেছিলাম আজ শুক্রবার, অফিস বন্ধ। অন্যদিন সংযোগ নিতে। কিন্তু তারা কথা শোনেননি। কিছুক্ষণ পর দেখি, একজন তারের সঙ্গে ঝুলছে। দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে অবহিত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।