রাজশাহী, ২৮ জানুয়ারি (মো: গোলাম কিবরিয়া, জেলা প্রতিনিধি) — সারা দেশের মতো রাজশাহী রেলস্টেশনেও ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে রেলস্টেশনের চেয়ার ভাংচুর করেছেন।
রেলওয়ে রানিং স্টাফ ও কল্যাণ শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজশাহী স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। এর আগে, সকাল ৬টার সময় স্টেশন থেকে ৬টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, যার মধ্যে ৫টি আন্তঃনগর এবং ১টি লোকাল ট্রেন অন্তর্ভুক্ত ছিল। তবে, এসব ট্রেনের কোনটিই ছেড়ে যায়নি।
ট্রেনের যাত্রীরা স্টেশনে এসে ট্রেনের অবস্থান বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষোভের প্রতিফলন হিসেবে তারা স্টেশনে সংরক্ষিত যাত্রীদের বসার চেয়ার ভেঙে ফেলেন এবং রেলস্টেশনের দুই কর্মীকে আটক করে বেধড়ক মারধর করেন।
ভুক্তভোগী যাত্রীরা বলেন, “টিকেট বিক্রি করার পরও ট্রেন বন্ধ রাখা হয়েছে, যার ফলে আমরা প্রচন্ড ভোগান্তির মধ্যে পড়েছি। এ ধরনের অমানবিক আচরণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি দাবি করছি।”
এদিকে, পশ্চিম রেলের মহাব্যবস্থাপকসহ কোনো কর্মকর্তাকেই স্টেশনে দেখা যায়নি। তাদের সরকারি মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে, যার ফলে যাত্রীরা আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
এই ঘটনার ফলে, রাজশাহী রেলস্টেশনে অস্থিরতা তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।