রাজশাহী রুয়েটে সাংগঠনিক সম্পাদক আটক, শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসাইন সাঈদকে শিক্ষার্থীদের চাপের মুখে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ ক্লাসে অংশ নিতে এলে শিক্ষার্থীরা তার আগমন প্রতিহত করে। পরে রুয়েট প্রশাসন তাকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজ্জাদ বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার চেষ্টা চলছিল। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন করা হবে না। এছাড়া অভিযুক্তদের মদদদাতাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, “শেখ সাজ্জাদ হোসাইন ক্লাস করতে রুয়েটে গিয়েছিল। শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছে। পরে প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে। কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সেটা যাচাই করা হচ্ছে।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা তাদের অবস্থান কঠোরভাবে বজায় রেখেছে।