রাজশাহী মেডিকেলের সাবেক অধ্যক্ষের বাড়িতে মধ্যরাতে হামলা, আসবাবপত্র ভাঙচুর
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সাংগঠনিক সম্পাদক নওশাদ আলীর বাড়িতে মধ্যরাতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টা ৫৫ মিনিটের দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাঁড়রা গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার সময় বাড়িতে নওশাদের ভাগনে ফয়সাল মোহাম্মদ রুবেল পরিবারসহ অবস্থান করছিলেন। তিনি জানান, ৪০ থেকে ৫০ জন মুখোশধারী ব্যক্তি হেমার দিয়ে বাইরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। আতঙ্কিত হয়ে তিনি স্ত্রী, দুই সন্তান ও মাকে নিয়ে বাইরে চলে যান। প্রায় ৩০ মিনিট ধরে হামলাকারীরা বাসার সব আসবাবপত্র, জানালার কাচ ও বাথরুমের ফিটিংস ভাঙচুর করেন।
বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির মেঝে আসবাবের ভাঙা টুকরায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রতিটি ঘরে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট, জানালার থাই গ্লাসগুলো ভেঙে মেঝেতে পড়ে আছে।
এ বিষয়ে চিকিৎসক নওশাদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে ফয়সাল জানান, সবার মুখ ঢাকা থাকায় কাউকে চিনতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি, এমনকি পুলিশ কোনো তথ্যও পায়নি।
উল্লেখ্য, এর আগের মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে একইভাবে উপজেলার পচামাড়িয়া গ্রামে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা যুবলীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে সেসময়ও পুলিশ বলেছিল, তারা এ বিষয়ে কিছুই জানে না।