ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে ‘একতা ট্রান্সপোর্ট’ নামের একটি পরিবহন সীমিত আকারে চলাচল করছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে কিছু কোম্পানি বিকল্প ব্যবস্থায় সীমিত আকারে বাস চালাচ্ছে।

শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে কম। উদাহরণস্বরূপ, ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা, চালকের সহকারীদের ৪০০ টাকা দেওয়া হয়।

দেশ ট্রাভেলসের চালকদের বেতন ১২০০ টাকা। শ্রমিকরা দাবি করেছেন, এই বেতন বাড়িয়ে অন্তত ২০০০ টাকা করতে হবে।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, “১০ বছর ধরে আমাদের বেতন ১১০০ টাকা। মালিকরা বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি। তাই এবার আমরা একযোগে সব বাস বন্ধ ঘোষণা করেছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।”

দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একতা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক শরিফুল ইসলাম সুমন জানান, “আমাদের পরিবহনে চালকরা পান ১৮০০ টাকা, সুপারভাইজাররা ৮০০ টাকা, আর সহকারীরা ৭০০ টাকা। তাই শ্রমিকরা আমাদের বাস চালাতে অনুমতি দিয়েছে।”

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা যৌক্তিক বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। মালিকরা সামান্য বাড়াতে রাজি হলেও শ্রমিকরা তা মানেনি। আমরা আবারও আলোচনায় বসব।”

রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের বক্তব্য পাওয়া যায়নি, তার ফোন বন্ধ পাওয়া গেছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি

আপডেট সময় ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে ‘একতা ট্রান্সপোর্ট’ নামের একটি পরিবহন সীমিত আকারে চলাচল করছে।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে কিছু কোম্পানি বিকল্প ব্যবস্থায় সীমিত আকারে বাস চালাচ্ছে।

শ্রমিকরা জানান, রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন দীর্ঘদিন ধরে অস্বাভাবিকভাবে কম। উদাহরণস্বরূপ, ন্যাশনাল ট্রাভেলস চালকদের প্রতি ট্রিপে ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা, চালকের সহকারীদের ৪০০ টাকা দেওয়া হয়।

দেশ ট্রাভেলসের চালকদের বেতন ১২০০ টাকা। শ্রমিকরা দাবি করেছেন, এই বেতন বাড়িয়ে অন্তত ২০০০ টাকা করতে হবে।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, “১০ বছর ধরে আমাদের বেতন ১১০০ টাকা। মালিকরা বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি। তাই এবার আমরা একযোগে সব বাস বন্ধ ঘোষণা করেছি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।”

দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একতা ট্রান্সপোর্টের ব্যবস্থাপক শরিফুল ইসলাম সুমন জানান, “আমাদের পরিবহনে চালকরা পান ১৮০০ টাকা, সুপারভাইজাররা ৮০০ টাকা, আর সহকারীরা ৭০০ টাকা। তাই শ্রমিকরা আমাদের বাস চালাতে অনুমতি দিয়েছে।”

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা যৌক্তিক বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। মালিকরা সামান্য বাড়াতে রাজি হলেও শ্রমিকরা তা মানেনি। আমরা আবারও আলোচনায় বসব।”

রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের বক্তব্য পাওয়া যায়নি, তার ফোন বন্ধ পাওয়া গেছে।