রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধে বিক্ষোভ
রাজশাহী কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. শিমুলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং দুপুর ১২টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন।
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিমুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিমুলের মৃত্যুকে কেন্দ্র করে নানা ধোঁয়াশা তৈরি হয়েছে।
শিক্ষার্থীরা দাবি করছেন, শিমুলকে হত্যা করা হয়েছে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং এটি হত্যাকাণ্ড বলেই মনে করছেন তারা। তবে, এখনো এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
শিক্ষার্থীরা বলেন, সুষ্ঠু তদন্তের দাবি, শিমুলের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটন করতে হবে, ন্যায্য বিচার, যদি এটি হত্যাকাণ্ড হয়, তবে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা, তারা অভিযোগ করেন, প্রশাসন হয়তো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসেন বলেন, শিমুলের মৃত্যু নিয়ে ধোঁয়াশা আছে। প্রশাসন সত্য প্রকাশ করুক। আমরা ন্যায্য বিচার চাই।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ জানান, শিমুল ছাত্রদলের কর্মী ছিলেন, তবে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবেই এখানে এসেছি। তাঁর মৃত্যু মেনে নেওয়া যায় না। দ্রুত তদন্ত করতে হবে।
অবরোধের ফলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আগামীকাল (রোববার) আরও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে। পুলিশও বিষয়টি তদন্ত করছে।