রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন আটক
রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ মোহনপুর ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার কাশিমালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক মতিন ওই ইউনিয়নের মৃত অশোক মোহাম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্র জানায়, মতিন দলের প্রভাব খাটিয়ে নানা অনিয়ম ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, “আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনকে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার মামলায় আটক করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”