রাজশাহীতে হাতবোমা বিস্ফোরণ, সংঘর্ষের পর টেন্ডার বাক্স লুট
রাজশাহীর পবা উপজেলায় হাট-বাজারের টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং টেন্ডার বাক্স লুট করে নিয়ে যায় এক পক্ষ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হন শাকিলুর রহমান রন (৪২), যিনি চন্দ্রিমা থানার বাসিন্দা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পবা উপজেলার ১২টি হাটের টেন্ডার জমা দেওয়ার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে, হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এক পক্ষ টেন্ডার বাক্স লুট করে নিয়ে যায়।
শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, “সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে।