ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া, রাজশাহী::

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে ওই নারী ঝলমলিয়া পুলিশ চেকপোস্টের বারান্দায় অবস্থান করছিলেন। শনিবার সকালে চেকপোস্টের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃতদেহের সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে পলিথিন, কাপড় ও কাগজে মোড়ানো ৬ হাজার ৩৮০ টাকা পাওয়া গেছে, যা তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবনযাপন করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে ওই নারী ঝলমলিয়া পুলিশ চেকপোস্টের বারান্দায় অবস্থান করছিলেন। শনিবার সকালে চেকপোস্টের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃতদেহের সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে পলিথিন, কাপড় ও কাগজে মোড়ানো ৬ হাজার ৩৮০ টাকা পাওয়া গেছে, যা তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে সংগ্রহ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভিক্ষাবৃত্তি করতেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।