ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে কলেজছাত্র নিহত

গোলাম কিবরিয়া, রাজশাহী::

ছবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোহাম্মদ শিমুল নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল (১৯) রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড় চণ্ডী মধ্যবুথ পাড়া এলাকার বাসিন্দা এবং জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল বান্ধবীকে সঙ্গে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের ধাওয়া করে। শিমুল দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত কয়েকজন তাঁর পথরোধ করে। তাঁরা শিমুলকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

গুরুতর অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, শিমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় রাজশাহীর শিক্ষার্থী ও সাধারণ মানুষ শোকাহত। তারা দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
৫৪৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে কলেজছাত্র নিহত

আপডেট সময় ০৬:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে মোহাম্মদ শিমুল নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি, ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিমুল (১৯) রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তিনি নগরীর মেহেড় চণ্ডী মধ্যবুথ পাড়া এলাকার বাসিন্দা এবং জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল বান্ধবীকে সঙ্গে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে গিয়েছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের ধাওয়া করে। শিমুল দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত কয়েকজন তাঁর পথরোধ করে। তাঁরা শিমুলকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন।

গুরুতর অবস্থায় শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, শিমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত চলছে, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় রাজশাহীর শিক্ষার্থী ও সাধারণ মানুষ শোকাহত। তারা দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।