ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের আত্মহত্যা

গোলাম কিবরিয়া, রাজশাহী::

ছবি: প্রতিকী

রাজশাহীতে এক পুলিশ সহকারী উপপরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন। সোমবার রাতে নগরের হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এএসআই আমিনুল ইসলাম (৩৫) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর এলাকায়। তিনি হেলেনাবাদ কোয়ার্টারে স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করতেন।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সোমবার রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী থানায় ফোন করে জানান তার স্বামীর ঝুলন্ত লাশের খবর। পরে পুলিশ গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এএসআই আমিনুলের আত্মহত্যার পেছনে পারিবারিক অশান্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরএমপির কর্মকর্তারা জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল, যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রাতে ১১টার দিকে আমিনুল বাসায় ফিরেছিলেন এবং পরে আলাদা ঘরে শুয়ে ছিলেন। এরপর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা থাকলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
৫২৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের আত্মহত্যা

আপডেট সময় ০২:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীতে এক পুলিশ সহকারী উপপরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন। সোমবার রাতে নগরের হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এএসআই আমিনুল ইসলাম (৩৫) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর এলাকায়। তিনি হেলেনাবাদ কোয়ার্টারে স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করতেন।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সোমবার রাত ৩টার দিকে আমিনুল ইসলামের স্ত্রী থানায় ফোন করে জানান তার স্বামীর ঝুলন্ত লাশের খবর। পরে পুলিশ গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এএসআই আমিনুলের আত্মহত্যার পেছনে পারিবারিক অশান্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরএমপির কর্মকর্তারা জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য ছিল, যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, রাতে ১১টার দিকে আমিনুল বাসায় ফিরেছিলেন এবং পরে আলাদা ঘরে শুয়ে ছিলেন। এরপর তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা থাকলেও, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464