রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী মহানগরের একটি ছাত্রীনিবাস থেকে নাজিয়া পারভীন (১৯) নামে এক নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মহানগরের বড়বনগ্রাম রায়পাড়া এলাকার একটি ছাত্রীনিবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। নাজিয়ার গ্রামের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলায়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন জানান, নাজিয়া পারভীন ওই ছাত্রীনিবাসে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নাজিয়ার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তবে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, নাজিয়া শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। তবে সম্প্রতি তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সহপাঠীদের সঙ্গে তার শেষ কথোপকথনের বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।