রাউজানে পূর্ব রূপচাঁন্দনগর কল্যাণ সমিতির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের পূর্ব রূপচাঁন্দনগর কল্যাণ সমিতির উদ্যোগে ১ম রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩ ঘটিকায় স্থানীয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন।
হাটহাজারী আলিফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দানবীর ও সমাজসেবক মোহাম্মদ সরোয়ার, সমাজসেবক মোহাম্মদ এরশাদ, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সমাজসেবক মোহাম্মদ মহিউদ্দিন, যুবদল নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছোটন আজম, বিএনপি নেতা আজম আলী, মোঃ নজরুল, মোহাম্মদ কাশেম।
টুর্নামেন্ট আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাবেদ, আকিব, শিহাব, আরমান, রাজু, গিয়াস উদ্দিন, রিমন উদ্দিন, মোহাম্মদ রোমান। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রূপচাঁন্দ শাহ বাড়ী একতা সংঘ বনাম রওশন আলী তালুকদার বাড়ি একতা সংঘ। উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সুভাষ দাশ রিটন। প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টে ২২টি টিম অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় পূর্ব রূপচাঁন্দনগর রওশন আলী তালুকদার বাড়ি একতা সংঘ ট্রাইব্রেকারে রূপচাঁন্দ শাহ বাড়ী একতা সংঘকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে।