রাউজানের পশ্চিম গুজরায় খাজা গরীবে নেওয়াজের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর ওরশ উপলক্ষে এক বর্ণাঢ্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার বাদ মাগরিব পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন হাটহাজারী আলিফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন। মাহফিলটি সঞ্চালনা করেন মোহাম্মদ তোফাচ্ছেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ এবং রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী, উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার মুদাররিস আল্লামা জাফর আহম্মদ মানিকী এবং ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী।
খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন, মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর, কবির আহমদ ও এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আখেরি মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তাবরুক বিতরণ করা হয়।