ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

চেকপোস্ট ডেস্ক::
কুমিল্লায় যৌথ বাহিনীর সদস্যদের হাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। নিহত ব্যক্তি মো. তৌহিদুল ইসলাম (৪০) ছিলেন আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

ইন্টারবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ জানুয়ারি রাতে যৌথবাহিনী অভিযানে তৌহিদুল ইসলামকে আটক করা হয়। তবে, অভিযানে তার শরীরে নির্যাতনের কারণে পরদিন (১ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।”

নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধান করা হবে বলে জানানো হয়।

এ ঘটনায় কুমিল্লা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

যৌথ বাহিনীর অভিযানে বেসামরিক ব্যক্তির মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

আপডেট সময় ০১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
কুমিল্লায় যৌথ বাহিনীর সদস্যদের হাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। নিহত ব্যক্তি মো. তৌহিদুল ইসলাম (৪০) ছিলেন আদর্শ সদর উপজেলার বাসিন্দা।

ইন্টারবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ জানুয়ারি রাতে যৌথবাহিনী অভিযানে তৌহিদুল ইসলামকে আটক করা হয়। তবে, অভিযানে তার শরীরে নির্যাতনের কারণে পরদিন (১ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।”

নিহত ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করতে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে এ ঘটনার পূর্ণাঙ্গ অনুসন্ধান করা হবে বলে জানানো হয়।

এ ঘটনায় কুমিল্লা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464