ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা

মোহ! মায়ার বাঁধন

মোঃ ইউনুস আলী তালুকদার

ছবি: প্রতীকি

মোহ! মায়ার বাঁধন

মোঃ ইউনুস আলী তালুকদার

যৌবনে কাক ও সুন্দরী,

দেখায় মোহের জাল,

ভ্রমের মাঝে হারায় মন,

সত্য থাকে কাল।

শ্রাবণে নদী ও কুমারী,

ভাসায় আশার ঢেউ,

ভাঙনের সুর বেজে উঠে,

যায় না ধরা কেউ।

ক্ষমতা থাকলে মিথ্যাও বানী,

শুনতে মধুর সুর,

সত্যের মুখ ঢেকে যায়,

মিথ্যে পায় গুরুত্ব ভরপুর।

টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী,

পায় সম্মানের সিংহাসন,

বুদ্ধির মূল্য হারায়,

ধনের হয় বন্দনা অনুক্ষণ।

জীবনের এই বাস্তবতা,

রং বদলায় ক্ষণে,

মায়ার মোহে ভুলে যাই,

কী আছে অন্তরে।

মিথ্যে মোহ, ক্ষমতার দম্ভ,

টাকার দাসত্ব বাঁধা,

মানুষ হবার আদর্শ ভুলে,

স্বার্থের পথে সাধা।

তবু সত্যের আলো একদিন,

ভেদ করবে সব বাঁধা,

মোহ-মায়া ক্ষয় হবে,

মানবতা হবে সদা।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০১:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
৫৭৮ বার পড়া হয়েছে

কবিতা

মোহ! মায়ার বাঁধন

আপডেট সময় ০১:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

মোহ! মায়ার বাঁধন

মোঃ ইউনুস আলী তালুকদার

যৌবনে কাক ও সুন্দরী,

দেখায় মোহের জাল,

ভ্রমের মাঝে হারায় মন,

সত্য থাকে কাল।

শ্রাবণে নদী ও কুমারী,

ভাসায় আশার ঢেউ,

ভাঙনের সুর বেজে উঠে,

যায় না ধরা কেউ।

ক্ষমতা থাকলে মিথ্যাও বানী,

শুনতে মধুর সুর,

সত্যের মুখ ঢেকে যায়,

মিথ্যে পায় গুরুত্ব ভরপুর।

টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী,

পায় সম্মানের সিংহাসন,

বুদ্ধির মূল্য হারায়,

ধনের হয় বন্দনা অনুক্ষণ।

জীবনের এই বাস্তবতা,

রং বদলায় ক্ষণে,

মায়ার মোহে ভুলে যাই,

কী আছে অন্তরে।

মিথ্যে মোহ, ক্ষমতার দম্ভ,

টাকার দাসত্ব বাঁধা,

মানুষ হবার আদর্শ ভুলে,

স্বার্থের পথে সাধা।

তবু সত্যের আলো একদিন,

ভেদ করবে সব বাঁধা,

মোহ-মায়া ক্ষয় হবে,

মানবতা হবে সদা।