ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা কোস্ট গার্ডের অপারেশন ডেভিল হান্ট: দেশীয় অস্ত্রসহ আটক ২

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::

ছবি: আটক কৃত দুই আসামী

বাগেরহাটের মোংলা কোস্ট গার্ডের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের সঙ্গে অভিযানে নৌবাহিনী ও পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন চকবারা বাজার এলাকার আব্দুল হাকিম গাজি (৬৮) এবং তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা সুন্দরবনের ডাকাতদের সহযোগিতা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের এই বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ সুন্দরবনকে ডাকাত মুক্ত করার লক্ষ্যে অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

মোংলা কোস্ট গার্ডের অপারেশন ডেভিল হান্ট: দেশীয় অস্ত্রসহ আটক ২

আপডেট সময় ০২:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বাগেরহাটের মোংলা কোস্ট গার্ডের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের সঙ্গে অভিযানে নৌবাহিনী ও পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন চকবারা বাজার এলাকার আব্দুল হাকিম গাজি (৬৮) এবং তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতরা সুন্দরবনের ডাকাতদের সহযোগিতা করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের এই বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’ সুন্দরবনকে ডাকাত মুক্ত করার লক্ষ্যে অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/checkpostcom/public_html/wp-includes/functions.php on line 5464