মোংলায় অস্ত্রসহ বিএনপি নেতা কামাল হাওলাদার গ্রেফতার
বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ বিএনপি নেতা কামাল হাওলাদার (৪৫)-কে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরে তার মালগাজী গ্রামের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৭.৬২ মডেলের একটি চাইনিজ পিস্তল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত অস্ত্রটি বাংলাদেশের পুলিশ বাহিনীর ব্যবহৃত এবং একটি থানায় লুটের সময় খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত।
গ্রেফতার কামাল হাওলাদার মোংলার মালগাজী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। সম্প্রতি তিনি চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে ভোটে পরাজিত হন।
বাগেরহাট পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ জানান, চট্টগ্রামের একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার হয়েছে এবং তাকে চট্টগ্রামে নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় একাধিক মামলা রয়েছে।